তীব্র শীতে জনজীবন যখন বিপর্যস্ত, চরম ভোগান্তিতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন,ঠান্ডা জনিত কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছে বৃদ্ধ ও শিশুরা, তখন এই দূর্যোগ কালীন মুহুর্তে তিস্তা পাড়ের চরাঞ্চলের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২০ জানুয়ারি শুক্রবার বিকেলে কুড়িগ্রামের রাজারহাটে বুড়ীরহাট,তিস্তা নদীর মধ্য চরাঞ্চলে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়। 'থিয়েটার ফর ডেভলপমেন্ট গ্রুপ' এর আয়োজনে এবং 'আয়না ফাউন্ডেশন' এর অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হয়। বিতরণকালে 'থিয়েটার ফর ডেভেলপমেন্ট গ্রুপ' এর প্রধান উপদেষ্টা পঙ্কজ কান্তি আইচ বলেন, সমাজের সামর্থ্যবানদের অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সবাই নিজেদের সাধ্যমতো অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এ সময় তিস্তা চরঞ্চলের মানুষ বলেন, হামাক গুলাক কাইয়্যো কম্বল দেয় না বাহে,হামরা জারোত বাঁচিনা,এই কম্বল কোনা পায়া হামরা খুব খুশি। হামরা নদী পাড়ের মানুষ খুবেই অভাবী,কোনটে টাকা পাই,কি দিয়া কম্বল কিনি,কি দিয়া জার কাটাই,এই জারোত হামরা তোমার কম্বল কোনা পায়া খুবে খুশি। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন,'থিয়েটার ফর ডেভেলপমেন্ট গ্রুপ' এর প্রধান উপদেষ্টা ও নাট্যকর্মী পঙ্কজ কান্তি আইচ,এনটিভি রিয়েলিটি শো কমেডিয়ান রিপন খান অভি,বগুড়া ও রাজশাহী সেনানিবাসের নৃত্য প্রশিক্ষক মোহন রায়, দৈনিক আমার সময় প্রতিনিধি মোজাহিদুল ইসলাম,দৈনিক জনবানী প্রতিনিধি আনিসুর রহমান,ইনফো বাংলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রাশেদ,গাজী মিয়া,মিল্টন সরকার,শরিফ,নুর আলম,তপন,আতিক,এমকে রাজ,আনসার কমান্ডার আতিক হোসেন প্রমুখ।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত