রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে অবস্থিত মাইনীমূখ মেডিকেল সেন্টারে নতুন দুজন ডাক্তারের যোগদান উপলক্ষে ও মেডিকেলর সেবাকে গতিশীল করার প্রত্যয়ে উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফার্মাসিস্ট ও বাজারের ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গল বার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭.০০টার সময় মাইনীমূখ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রশিদ এর সভাপতিত্বে এবং নুরুল ইসলাম সেলিমের সঞ্চালনায় মাইনীমুখ মেডিকেল সেন্টারে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, মাইনীমুখ মেডিকেল সেন্টারের চেয়ারম্যান মাও.এ এল এম সিরাজুল ইসলাম,এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাইনীমূখ মেডিকেলের সাবেক আর এম ও ডাক্তার আবু তালহা,ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টারের কো-অর্ডিনেটর নুরুল ইসলাম শাহিন,মাইনীমূখ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন কমল,লংগদু মডেল কলেজের অধ্যক্ষ মো.শহিদুল্লাহ,লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা এখলাছ মিঞা খান,
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফেরদৌস আলম, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিম, লংগদু প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক মুসা, সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় নতুন দুজন ডাক্তার, জে.কে.এম সাইফুল্লাহ (রেজা) এমবিবিএস (বারডেম) পিজিটি(মেডিসিন) সিএমইউ (আল্ট্রাসনোগ্রাফী) এক্স-এইচএমও চট্টগ্রাম মেডিকেল করেজ হাসপাতাল ও ডাক্তার সানজিদা আক্তার এমবিবিএস (সি.ইউ) সিএমিউ( আল্ট্রাসনোগ্রাফী কে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। একই সময় মেডিকেলের সাবেক আর এম ও ডাক্তার আবু তালহার বিদায় উপলক্ষে তাকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাইনীমূখ মেডিকেল সেন্টার অত্র এলাকায় স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। তারা বলেন আমাদের প্রত্যাশা মাইনীমূখ মেডিকেল সেন্টারে অসহায়,গরিব দরিদ্র রোগীদের জন্য বিশেষ ছাড় থাকবে। অসহায় ও গরীব রোগীদের সহযোগিতা এবং ভালো মানের চিকিৎসা সেবা দিলে অত্র এলাকার মানুষ উপকৃত হবে । এতে করে প্রতিষ্ঠানটির ও সুনাম হবে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত