রাজবাড়ীর গোয়ালন্দকে শতভাগ স্কাউটিং উপজেলা হিসেবে গড়ে তুলতে সোমবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী ১১৮৭তম স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ কোর্সে উপজেলার ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। কোর্স শেষে সকলের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন।
কর্মশালায় বাংলাদেশ স্কাউটস ফরিদপুর অঞ্চলের উপ-পরিচালক শামিমুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান, উপজেলা স্কাউটস কমিটির সাধারণ সম্পাদক ও সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম প্রমূখ বক্তব্য রাখেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, গোয়ালন্দ উপজেলাকে শতভাগ স্কাউটিং উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। সে লক্ষ্যে আজকের এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হলো। এটা ধারাবাহিকভাবে চলবে।
এম/এস