মাগুরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামের ভুমিদস্যু রাজ্জাক মোল্যা,সাহাবুদ্দিন ও আশরাফ মোল্যার বিরুদ্ধে কাশিনাথপুর গ্রামের সাধরন জনগন ও অসহায় আবেদ মোল্যা,টিপু,বিল্লাল,শাহীন মানববন্ধন করেছে। ৭ই জানুয়ারী শনিবার বেলা সাড়ে ১২টার সময় মাগুরা ঝিনাইদহ হাইওয়ে রাস্তার পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অভিযোগকারীরা জানান, বাপ-দাদা ও দাদীর সম্পত্তিতে জোর করে ভুয়া রেকর্ডের মাধম্যে ৫৬ শতাংশ জমি ভুমি দস্যু রাজ্জাক মোল্যা, সাবু মোল্যা, লেবু মোল্যা ও শরফু মোল্যা দখল করে নিয়েছে। বর্তমানে এই জমির মালিকানা নিয়ে মাগুরা সদর সহকারি জজ আদালতে একটি মামলা চলমান রয়েছে, মামলা নং ১১০/২২ । এছাড়া ঐ জমিতে ফৌজদারী কার্যবিধি আইনে তফসিল বর্নিত সম্পত্তি মাগুরা মৌজা নং ৯৯ সিএস ৩১৮/৪ ও এস এ ৩৫৭ খতিয়ানে এবং সাবেক দাগ নং ৩৩৩ এর মধ্যে ৫২.৭৫ শতক জমি নিয়ে আদালতে ১৪৪/১৪৫ জমিতে প্রবেশ নিষেধের ধারা ৭১৩/২২ এবং আদালতের পরবর্তী শুনানি তারিখ আগামী ৭ ই ফেব্রুয়ারী ২০২৩ সালে রয়েছে । বাদীদের পক্ষে সকল কাগজপত্র ঠিক থাকার পরও জোর করে বিবাদীরা ১৪৪ ধারা অমান্য করে প্রভাবশালদের কাছে জমি বিক্রি করে মাটি ভরাটের কাজ শুরু করে দিয়েছেন । উপরোন্ত অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় বাদী পক্ষ ভয় ও আতংকে রয়েছেন এবং আজকের মানবন্ধন থেকে এব্যাপারে প্রশাসনের কাছে এর সুষ্ঠ ন্যায় বিচার দাবী জানান।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত