ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে শিক্ষা প্রসারের লক্ষ্যে চালু করা হয়েছে মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি মেধাবৃত্তি পরীক্ষা। উক্ত মেধা বৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণীর ২৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৬৫ জন শিক্ষার্থী মেধা ভিত্তি লাভ করে অষ্টম শ্রেণী ১২৫ জন শিক্ষার্থীদের মধ্যে 27 জন পরীক্ষার্থী মেধাবৃতি লাভ করে। উক্ত ভেদাভিত্তি অনুষ্ঠানে আজকে শিক্ষার্থীদের মাঝে সনদ ও নগদত্ত বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কন্টি ভিউসন টু হিউম্যানিটি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত বিশিষ্ট শিক্ষানোরাগী ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগরের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। সলিমগঞ্জ কলেজের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সলিমগঞ্জ কলেজের অধ্যক্ষ মোঃ ইউনুছ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, জেলা পরিষদের সদস্য মোঃ নাসির উদ্দিন, সলিমগঞ্জ কলেজের গভর্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, মোহাম্মদ তাজুল ইসলাম, তেজখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাক্তার তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য সাইফুর রহমান সোহেল, সলিমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান সোহেল, বরিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান লাল মিয়া, সলিমগঞ্জ গার্লস স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান আফতাবুল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইছ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সলিমগঞ্জ কলেজের উপাধ্যক্ষ গোলাম মাওলা খান দিপু। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। সার্বিক সহযোগিতা করেন সলিমগঞ্জ কলেজ মডেল এডুকেশন সমন্বয় কমিটি নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন দক্ষ মানব সভা গড়ে তুলতে পারলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভীষণ একচল্লিশ বাস্তবায়ন করা সম্ভব আমাদের প্রত্যেকেই বিজ্ঞান এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে। নবীনগরের আধুনিক শিক্ষা বিস্তৃতির জন্য আমি আমরণ কাজ করে যাব ইনশাল্লাহ।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত