খাগড়াছড়ি জেলার রামগড় ইউপির অধিনস্থ চাঁন্দপাড়া নামক স্থানে ২৮ ডিসেম্বর (বুধবার)
মোহাম্মদ ইয়াকুব হোসেন (২২) নামে এক যুবক গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করে, নিহত যুবক চাঁন্দপাড়ার স্থানীয় বাসিন্দা গোলাম হোসেনের ছেলে বলে স্থানীয়দের সুত্রে জানা গেছে।
পরিবার ও স্থানীয়রা জানান ইয়াকুব একটি সড়ক দুর্ঘটনার পর থেকে দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছেন,বর্তমানে ও সেই মানসিক চিকিৎসক দ্বারায় চিকিৎসাধীন সে কিছুক্ষণ ভালো আবার কিছুক্ষণ খারাপ, তার এই আত্মহত্যা মানসিক সমস্যার কারণেও হতে পারে।
ইয়াকুব এর মা জাহানারা বেগম জানান আমাদের সংসারে কারো সাথে কোন ঝাঁমেলা নেই,তবে আমার ছেলে সড়ক দুর্ঘটনার পর থেকে মানসিক ভাবে অসুস্থ দীর্ঘদিন বুধবার ২৮ ডিসেম্বর সকালে ঘর থেকে বের হয়ে সে আর বাসায় ফিরে নাই, সারাদিন তার কোন খুজঁখবর না পাওয়াতে, চারদিকে খুঁজাখুঁজি করতে থাকি, খুঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে একটি আম বাগানে বিকেল বেলায় অনুমানিক ৪টায় ইয়াকুবকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে আমি চিকৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে, পরে এলাকাবাসী ঝুলন্ত লাশ দেখে রামগড় থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
রামগড় থানা উপপরিদর্শক (এসআই) ইরফান জানান, যুবক গলায় ফাঁস দেওয়ার ঘটনা এলাকাবাসী ফোনে জানালে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্যে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে,এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন।
স্থানীয় ইউপি সদস্য ক্যারী মারমা জানান, ইয়াকুব দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছেন বলে পরিবার ও ডাক্তার চিকিৎসাপত্র সুত্রে জানতে পেরেছি। পারিবারিক কোন সমস্যা নেই বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত