খাগড়াছড়ি জেলার রামগড় ৪৩ বিজিবির আয়োজনে হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৯শে নভেম্বর ২০২২ মঙ্গলবার ১১.০০ ঘটিকায় রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লে.কর্ণেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি, এর সভাপতিত্বে জোন সদরে মাদক ও চোরাচালান দমন,আইনশৃংখলা রক্ষা করা,অস্ত্র,চোরাচালান প্রতিরোধ,অবৈধ সীমান্ত পারাপার, সীমান্ত আইন (ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি ১৯৭৫),সন্ত্রাসী কর্তৃক চাঁদা আদায়,অবৈধ কাঠব্যবসা,শান্তি ও সম্প্রীতি(সামাজিক সম্প্রীতি,ধর্মীয় সম্প্রীতি, জাতিগত সম্প্রীতি) এবং সড়ক দূর্ঘটনা সংক্রান্ত বিষয়ে পুলিশ, বিজিবি, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধির সমন্বয়ে জোন সদরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল,৪৩ বিজিবি জোন ষ্টাফ অফিসার(এড)রাজু আহম্মেদ,রামগড় থানার ওসি মিজানুর রহমান,রামগড় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃমোস্তফা হোসেন রামগড় উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডর মফিজুর রহমান সহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্থানীয় বর্তমান ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বাজার কমিটির সভাপতি ও সম্পাদক,বিভিন্ন পরিবহন মালিক সমিতির সভাপতিগণ,স্থানীয় হেডম্যান ও কারবারী,ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন। পরিশেষে রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মোঃ হাফিজুর রহমান জানান, মদক-চোরাচালান ও অপরাধ দমনে সকলের সহায়তা চান। শাস্তি ও সম্প্রীতি রক্ষার জন্য একে- অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ করেন। সন্ত্রাস, সীমান্ত আইন ভঙ্গ ও সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত