খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়ীটানা এলাকার চা শ্রমিক মো. মাঈনুল হোসেনের ঘর চুলার আগুনে পুড়ে ছাই হয়ে নিঃস্ব হওয়া পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে জেলা পরিষদ। উপজেলার ৩ নম্বর যোগ্যাছোলা ইউনিয়নের গাড়ীটানা এলাকার মৃত মুক্তল হোসেনের দরিদ্র পুত্র সস্ত্রীক চা বাগানের শ্রমের পাশাপাশি সন্ধ্যা-রাতে স্ত্রী মানুষের রান্নার কাজ করেন! গত ২৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রান্না ঘরে আগুনে দুইটি কুঁড়ে ঘর পুড়ে ছাই হয়ে যায়! এতে মো. মাঈনুল হোসেন সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে! শীতের শুরুতে একটি দরিদ্র ও অসহায় পরিবারে দুর্বিসহ জীবন দেখে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন অসহায় পরিবারের পাশে দাঁড়াতে দ্বিধা করেনি।
২৭ রোববার রাতে আগুনে নিঃস্ব হওয়া পরিবারটির হাতে জেলা পরিষদের পক্ষ থেকে ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। এ সময় ক্ষতিগ্রস্ত মো. মাইনুল হোসেন চেক পেয়ে স্বস্তিবোধ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। চেক বিতরণের সময় ইউপি সদস্য মো. জয়নাল আবেদীন, মপা৷ আবদুল মতিন উপস্থিত ছিলেন।