মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের মূল হাতিয়ার -মো.জসীম উদ্দিন, মহাপরিচালক গণযোগাযোগ অধিদপ্তর।
খাগড়াছড়ি জেলার রামগড় তথ্য অফিস এর আয়োজনে রামগড় উপজেলার ফেনীরকুল মার্মা পাড়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বিশেষ ধরনের প্রচার কার্যক্রমের আওতায় ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
২৭শে নভেম্বর ২০২২ রবিবার বিকাল ০৪.০০ ঘটিকায় রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার জনাব মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ জসীম উদ্দিন ।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ তৃণমূল জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়নের মূল হাতিয়ার হিসেবে কাজ করেছে। মানুষ প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হচ্ছে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিশাল একটি অংশকে বিভিন্ন ভাতার আওতায় এনে তাদের সামাজিক নিরাপত্তা প্রদান করা হয়েছে।" উক্ত অনুষ্ঠানে ৫-১১ বছর বয়সী সকল ছেলে-মেয়েদেরকে টিকা গ্রহণের মাধ্যমে সরকারের এ কার্যক্রমে সহযোগিতা করার আহ্বানও জানান।
উক্ত অনুষ্ঠানে আলোচ্য বিষয়গুলো নিয়ে মার্মা ভাষায় বক্তব্য রাখেন মেলারী মার্মা, লামরাও মার্মা এবং অংক্রা মার্মা।
উন্মুক্ত বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ আমার বাড়ি আমার খামার প্রকল্প,নারীরক্ষমতায়ন,ডিজিটাল বাংলাদেশ,সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আশ্রয়ণ প্রকল্প,শিক্ষা সহায়তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য,ঘরে ঘরে বিদ্যুৎ,পরিবেশ সুরক্ষা,বিনিয়োগ বিকাশ বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানের শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদোগ বিষয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। উন্মুক্ত বৈঠকে ফেনীরকুল মার্মা পাড়ার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং তৃণমূলের জনসাধারণ অংশগ্রহন করেন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত