প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ১০:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২২, ৩:৩১ পি.এম
দুর্গম পাহাড়ে ২৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
খাগড়াছড়িতে সীমান্ত রক্ষায় নিয়োজিত ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন যামিনীপাড়া জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ের হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ও ঔষুধ বিতরণ করা হয়েছে। সকালে তবলছড়ি গ্রীন হিল কলেজ মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন ২৩ বিজিবি যামিনীপাড়া জোন অধিনায়ক লে: কর্নেল এবিএম জাহিদুল করিম।
সকাল ৯টা থেকে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনে গুইমারা বিজিবি হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ এবং মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে যামিনীপাড়া ব্যাটালিয়নের আর.এম.ও চিকিৎসা সেবা প্রদান করেন। এতে দুর্গম পাহাড়ের অন্তত ২ সহস্রাধিক পাহাড়ি/বাংগালী মা ও শিশু এবং বিভিন্ন বয়সের রোগীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরন করেন বিজিবি।
এছাড়াও চিকিৎসা সেবা নিতে আসা রুগী এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান করেন জোন অধিনায়ক। চিকিৎসা সেবক পেয়ে খুশি দুর্গম পাহাড়ের হত-দরিদ্ররা।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত