রাঙ্গামাটির লংগদু উপজেলার ৪নংবগাচতর ইউনিয়নে অভিযান পরিচালনা করে বার লিটার দেশীয় চোলাই মদ সহ মোস্তফা (৫০) নামে একজন কে গ্রেফতার করেছে লংগদু থানা পুলিশ।
সোম বার (২১ নভেম্বর) সন্ধায় উক্ত ইউনিয়নের বৈরাগী বাজারে মাদক কারবারি মোস্তফার নিজের দোকানে অভিযান পরিচালনা করে ১২লিটার দেশীয় চোলাই মদ সহ তাকে আটক করে পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, লংগদু থানার এস.আই এনামুল হক, এস.আই আব্দুল খালেক ও এ এস.আই রিটন দে গোপন সংবাদের ভিত্তিতে বাজারের প্রায় শতাধিক লোকজনের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে তাৎক্ষণিক তার দোকান থেকে ১২ লিটার দেশীয় চোলাই মদ সহ তাকে গ্রেফতার করে।
স্থানীয় সুত্রে জানাযায়, উক্ত মাদক কারবারির বাড়ি বগাচতর ইউনিয়নের পেটান্যামছড়া ৯নং ওয়ার্ডে,কিন্তু বৈরাগী বাজারে তার দোকান রয়েছে, সেখানেই সে দীর্ঘদিন যাবত ব্যবসার পাশাপাশি গোপনে মাদকের ব্যবসা করে আসছে।
লংগদু থানার অফিসার ইনচার্জ ইকবাল উদ্দীন বলেন, মাদক সহ সকল অপরাদের বিরুদ্ধে আমাদের পুলিশ সর্বদা প্রস্তুত। মদক একটি সমাজকে ধবংস করে দিতে পারে তাই সকলকে এই বিষয় আরো সচেতন হতে হবে।উক্ত বিষয়টি আমি জানতে পেরে সাথে সাথে আমার পুলিশ দিয়ে অভিযান পরিচালনা করে ১২ (বার) লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু শেষে আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত