পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও অসহায়- দু:স্থ মহিলা, প্রান্তিক চাষীদের মাঝে কৃষিযন্ত্রপাতি, সেলাই মেশিন এবং ছাগল বিতরন করা হয়েছে। বিকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মো: মোতাছেম বিল্যাহ'র সভাপতিত্বে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব বিতরন করেন।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার হাফছড়ি ইউনিয়নের পশ্চিম বড়পিলাক এলাকায় বদরপুর দরবার শরীফে স্থাপিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ২ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে সুপেয় পানি প্রকল্পের উদ্ভোধন করেন মন্ত্রী। এছাড়াও গুইমারা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম, বটতলী মডেল পাড়া পরিদর্শন, জুনিয়র হাইস্কুল উদ্বোধন ও তুলা চাষ প্রকল্প পরিদর্শন করেন।
পরে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুতাছেম বিল্যাহ এর সভাপতিত্বে সভায় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, বিএনপির আমলে কৃষকেরা শান্তি পায়নি। স্যার, যন্ত্রপাতিসহ নানা দাবিতে আন্দোলন করেছিলো। আন্দোলনরত কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছে। শেখ হাসিনার ক্ষমতাকালে কাউকে গুলি খেয়ে মরতে হয়নি। বরং সরকার তাদের সকল সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। কৃষকদের সার, সরঞ্জামাদি বিনামূল্যে পাচ্ছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, খাগড়াছড়ি পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: মজিবুল আলম, রামগড় উপজেলা পরিষদের চেয়াম্যান বিশ্ব প্রদীপ কার্বারি ত্রিপুরা, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন, লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল চৌধুরী, গুইমারা পরিষদের ভাইস-চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস-চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা সহ উপজেলা পরিষদের সরকারি পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত