• শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়ি উপজেলা বিএনপির রাস মহাউৎসব পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার মোল্লাহাটে নকল বিড়ি তৈরির চৌচল্লিশ বস্তা তামাক ও সরঞ্জাম জব্দ চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ আটক,-২ সিএনজি জব্দ বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহ এর গায়েবানা জানাজা রাঙামাটিতে অনুষ্ঠিত মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ

গুইমারায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

স্টাফ রির্পোটারঃ / ২২৭ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও অসহায়- দু:স্থ মহিলা, প্রান্তিক চাষীদের মাঝে কৃষিযন্ত্রপাতি, সেলাই মেশিন এবং ছাগল বিতরন করা হয়েছে। বিকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মো: মোতাছেম বিল্যাহ’র সভাপতিত্বে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব বিতরন করেন।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার হাফছড়ি ইউনিয়নের পশ্চিম বড়পিলাক এলাকায় বদরপুর দরবার শরীফে স্থাপিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ২ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে সুপেয় পানি প্রকল্পের উদ্ভোধন করেন মন্ত্রী। এছাড়াও গুইমারা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম, বটতলী মডেল পাড়া পরিদর্শন, জুনিয়র হাইস্কুল উদ্বোধন ও তুলা চাষ প্রকল্প পরিদর্শন করেন।

পরে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুতাছেম বিল্যাহ এর সভাপতিত্বে সভায় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, বিএনপির আমলে কৃষকেরা শান্তি পায়নি। স্যার, যন্ত্রপাতিসহ নানা দাবিতে আন্দোলন করেছিলো। আন্দোলনরত কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছে। শেখ হাসিনার ক্ষমতাকালে কাউকে গুলি খেয়ে মরতে হয়নি। বরং সরকার তাদের সকল সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। কৃষকদের সার, সরঞ্জামাদি বিনামূল্যে পাচ্ছে।

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান মো: নুরুল আলম চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী আপু, উন্নয়ন বোর্ডের যুগ্ন-সচিব প্রশাসন মো: ইফতেকার আহমেদ, সাবেক পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, খাগড়াছড়ি পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: মজিবুল আলম, রামগড় উপজেলা পরিষদের চেয়াম্যান বিশ্ব প্রদীপ কার্বারি ত্রিপুরা, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন, লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল চৌধুরী, গুইমারা পরিষদের ভাইস-চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস-চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা সহ উপজেলা পরিষদের সরকারি পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে এলাকার গরীব, দু:স্থ মহিলা ও প্রান্তিক চাষীদের মাঝে সেলাই মেশিন, কৃষি যন্ত্রপাতি ও ছাগল বিতরণ করেন মন্ত্রী।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ