সারাদেশের ন্যায় কুড়িগ্রামের রাজারহাটে ৫১ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকাল ১১.৩০ টায় রাজারহাট উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্নাঢ্য র্যর্লী ও আলোচনা সভার আয়োজন করা হয়।এবছর সমবায় দিবসের প্রতিপাদ্য ছিলো-বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ের উন্নয়ন। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনীম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ উদ্বোধন করেন।পরে উপজেলার বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে একটি র্যর্লী বের হয় এবং উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনীমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা শাহ আলম সরকার,কালব এর সম্পাদক মোবাশ্বের আহমেদ লিটন,নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য এনামুল হক,প্রেসক্লাব রাজারহাট’র সভাপতি ও সম্পাদক,সমবায় সংশ্লিষ্ট কর্মকর্তা,কর্মচারীগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রমূখ।এসময় বক্তারা বলেন কৃষি জমিকে কাজে লাগিয়ে কর্মসংস্থান,খাদ্য ও পুষ্টিতে স্বয়ংক্রিয়তা,নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ,আয়বর্ধন মুলক প্রশিক্ষণ ইত্যাদি সেবার মাধ্যমে সরকারের সমবায় কার্যক্রম গতিশীল রয়েছে।
এম/এস