খাগড়াছড়ি গুইমারা থানাধীন হাফছড়ি পুলিশ ফাঁড়ি নিয়ন্ত্রিত এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১১.০০ টায় হাফছড়ি পুলিশ ফাঁড়ি মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাফছড়ি পুলিশ ফাঁড়ির ইনর্চাজ,ইন্সপেক্টর আবুল হাসান খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাফছড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান,অংগ্যজাই মারমা,১নং সদর ইউপি সদস্য,মোঃ ইউনুস হাওলাদার,ইউপি সদস্য সানাউল্লাহ,নারী ইউপি সদস্য, খালেদা আক্তার ও রেহানা আক্তার প্রমুখ।
মতবিনিময় সভায় ফাঁড়ির ইনর্চাজ,ইন্সপেক্টর আবুল হাসার খান বলেন, জনপ্রতিনিধি হিসেবে আপনারা নিজেদের ঐতিহ্য ধারণ ও লালন করুন এবং অপরাধ নিয়ন্ত্রণে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন, অন্যায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় তিনি ফাঁড়িকে জনগণের আস্থা, নির্ভরতা ও সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত