পোল্ট্রি শিল্পের সাথে সংশ্লিষ্ট খামারীদের বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে প্রান্তিক খামারীরা। বুধবার দুপুরে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প সংগঠন খাগড়াছড়ি শাখার ব্যানারে শহীদ মিনারের সামনে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে খামারীরা বলেন, কোম্পানী গুলো প্রান্তিক খামারীদের ধ্বংস করতে প্রতিনিয়ত খাবারের দাম বাড়িয়ে যাচ্ছে। পাশাপাশি লেয়ার বাচ্চা উৎপাদন করে অতিরিক্ত দামে বাজারে আধিপত্য ধরে রেখেছে। সম্ভাবনাময় এ খাতকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মানববান্ধনে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প সংগঠনের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম মল্লিক, খাগড়াছড়ি জেলা শাখার কোষাধ্যক্ষ আব্দুল মতিন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত