খাগড়াছড়ি জেলার মহালছড়িতে
পবিত্র ধর্মগ্রন্থ হতে পাঠ করার মধ্যে দিয়ে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য আজ ১লা নভেম্বর মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় জাতীয় যুব দিবস টাউন হলে পালিত হয়েছে।
কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার সভাপতিত্ব ও সঞ্চালনায় অংসুইচিং মারমা ছিলেন।
দিবসটি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা যুব উন্নয়ন ও সমাজসেবা কার্যালয় কর্তৃক। তারমধ্যে ৩জন উদ্যোক্তাকে ৮০হাজার করে ঋণের চেক বিতরণ করা হয় এবং সমাজসেবা অফিস হতে ১০জন অসহায় দুঃস্থ গরীব মানুষদের ২২টি ছাগল বিতরণ করা হয়।
জাতীয় যুবদিবস ২০২২ এর সকল আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শামসুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সুপন চাকমা, উপজেলা প্রেসক্লাব সভাপতি দীপক সেন ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রোকন মিয়া, উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ, রেড ক্রিসেন্ট যুব ইউনিটের যুবপ্রধান মোঃ রিমন মিয়া,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনিক চত্বর হতে র্যালী শুরু হয়ে টাউনহলে এসে শেষ হয়। আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যৃব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
এম/এস