জাতীয় যুব দিবস উদযাপনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়েছে। "প্রশিক্ষিত যুব,উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরীর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা দেব প্রসাদ দত্তে'র স্বাগত বক্তব্যে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.জয়নাল আবেদীন। অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরানী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সফিউল আলম চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.হাফিজ উদ্দিন, একতা যুব সংঘের সভাপতি এস.এম নাছির উদ্দীন, সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম, যুব সংগঠক মো. জুলফিকার আলী ভুট্টো প্রমূখ। দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য শেষে ৭জন দরিদ্র ব্যক্তিকে আয়বর্ধক ব্যবসা খাতে সাড়ে ৩ লাখ টাকা ঋণের চেক বিতরণ করেন অতিথিরা।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত