পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে পুনাক খাগড়াছড়ি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যানমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। খাগড়াছড়িতে সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ত্রান বিতরণ, এতিম, অসহায়দের মাঝে খাদ্য সহায়তা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরীব ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে পুনাক খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে একটু জমিও যেন পতিত না থাকে সে জন্য দেশবাসীর প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর আহবানকে সফল করতে খাগড়াছড়িতে পুনাক খাগড়াছড়ি সভানেত্রী রেহানা ফেরদৌসীর উদ্যেগে পতিত ডোবা এবং লেক সমূহে মৎস্য চাষের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরি ধারাবাহিকতায় মৎস্য চাষের অংশ হিসেবে খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম খাগড়াছড়ি পুলিশ লাইন্সে অবস্থিত লেকে কাতল, সিলভার কার্প, রুই, কালিবাউস, গ্রার্স কার্প এবং সরপুটির ২,০০০টি মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও পুনাক এর সদস্য বিন্দু।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত