• শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়ি উপজেলা বিএনপির রাস মহাউৎসব পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার মোল্লাহাটে নকল বিড়ি তৈরির চৌচল্লিশ বস্তা তামাক ও সরঞ্জাম জব্দ চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ আটক,-২ সিএনজি জব্দ বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহ এর গায়েবানা জানাজা রাঙামাটিতে অনুষ্ঠিত মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ

থানা জুড়ে সবজি চাষে ‘মিটছে পুলিশের চাহিদা’

মোঃ আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক: / ২২৭ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

খাগড়াছড়ির গুইমারা থানা চত্বরে সবজি চাষ করে ভেজালমুক্ত শাকসবজির চাহিদা মেটাচ্ছেন পুলিশ।গুইমারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদ ১৭ জুলাই ২০২২ তারিখে যোগদানের ১৫ দিন পর থেকেই গুইমারা থানার আঙ্গিনায় প্রায় পাঁচ একর জায়গা জুড়ে ওসি নিজেই পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে গড়ে তুলেছেন এই নয়নাভিরাম সবজি বাগান।

থানা প্রাঙ্গনে নান্দনিক পরিবেশের সবজি বাগানটিতে দেখা গেছে, লাউ, বেগুন, শিম, শশা, জিঙ্গে, ঢ্যাঁড়শ, টমেটো, মিষ্টিকুমড়া, বাঁধাকপি, ফুলকপি, মুলা,পেঁপে, সাজনা, বিভিন্ন ধরনের শাক, আদা,লেবু, মরিচ পুদিনাসহ কমলা, মাল্টা, আম,কলা ও বিভিন্ন জাতের ফলজ-বনজ গাছ এবং ফুলের সমারোহ।

গুইমারা থানার এএসআই সাদ্দাম হোসেন বলেন, “পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অবসর সময়ে ওসি স্যারসহ অন্য পুলিশ সদস্যরা সবজি বাগানের পরিচর্যা করেন। প্রায় ৫ একর জমিতে বিভিন্ন ধরনের শাক-সবজি, ফলমূল রয়েছে। বিষমুক্ত এবং সতেজ এসব শাক-সবজি,ফলমূল দিয়ে থানার পুলিশ সদস্যরা চাহিদা মেটাচ্ছেন।”

পুলিশ কনস্টেবল মো. আতিকুর রহমান বলেন, ডিউটির ফাঁকে ফাঁকে অবসর সময়ে মবজি বাগান ও ফলজ বাগানে যে শ্রম দিয়ে থাকি তা বাড়তি পরিশ্রম হলেও আমরা সকলে উৎসাহ নিয়েই কাজ করি।

গুইমারা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহেদা আক্তার বলেন, সবজি বাগানের সামনে দাড়ালে মনে হয় নিজের বাড়িতেই আছি। নিজেদের হাতেই ক্ষেত থেকে লাউ, শাক, কুমড়া তুলে খাওয়ার যে স্বাদ সেটা আমরা সবাই উপভোগ করি।

থানা প্রাঙণে কেন সবজি চাষ জানতে চাইলে গুইমারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রশিদ বলেন, এ বছরের জুলাই মাসের মাঝামাঝি এ থানায় যোগদানের এক মাস না যেতেই থানার অাঙিনায় ফাঁকা জায়গায় সবজি উৎপাদনের চিন্তা মাথায় আসে। সে চিন্তা থেকেই সবজি চাষ শুরু করেছি। এবং সাফল্যও পেয়েছি। নিজের হাতে সুজন করা সবজি দিয়ে এ থানায় কর্মরত পুলিশ সদস্যদের ৫০ শতাংশ চাহিদা পুরন হচ্ছে বলেও জানান তিনি।
স্থানীয়দের কাছে “পুলিশের এই উদ্যোগ একটি দৃষ্টান্ত।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ