খাগড়াছড়িতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প এর উদ্যোগে উত্তম অর্জন (Best Practice) অভিজ্ঞতা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ অক্টোবর) খাগড়াছড়ি পৌরসভা সম্মেলন কক্ষে সুনামগঞ্জের ছাতক পৌরসভার পৌর কাউন্সিলর এবং কর্মকর্তাবৃন্দদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী।
প্রভাত তালুকদারের সঞ্চালনায় সম্পন্ন সভায় খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র মো: শাহ আলম, ছাতক পৌরসভার কাউন্সিলর নাজিমুল হক, রশিদ আহমেদ, ইরাজ মিয়া, খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী দিলীপ বিশ্বাস, ছাতক পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোঃ ফরাজী, খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী কর্মকর্তা পারভীন আক্তার খোন্দকার, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী এবং খাগড়াছড়ি পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় বক্তারা নিজ নিজ পৌরসভার কাজের উন্নতি তুলে ধরে পূর্বের এবং বর্তমান চিত্র বর্ণনা করেন। পূর্বের চেয়ে এখন রাস্তাঘাটের যে পরিবর্তন তা একমাত্র ছাতক (প্রকল্প) এর ছোঁয়ায়।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত