খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং স্কুল অব ফিউচারের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(১৮ অক্টোবর) সকালে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ২য় পর্যায়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় ৫০০০ টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং ৩০০ টি শেখ রাসেল স্কুল অব ফিউচার এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং স্কুল অব ফিউচার এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এসময়, মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামসুল হক, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্বা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, সাধারণ সম্পাদক সুবাস চাকমা,মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান খান প্রমুখ।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত