ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে অজয় দাস নামে এক প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার(১৫ ই অক্টোবর)দুপুরে এই ঘটনা ঘটে।অজয় দাস উপজেলার নাছিরাবাদ গ্রামের মৃত রঞ্জিত দাসের ছেলে।
জানা যায়,অজয় দাস এককন্যা সন্তানের জনক পরিবারের লোকজন কে সুখে রাখতে ও স্বাবলম্বী করতে দীর্ঘদিন আরব আমিরাত(ডুবাইয়ে)প্রবাস জীবন কাটিয়ে শুক্রবার(১৪ ই অক্টোবর)রাতে বাড়িতে আসেন।আজ শনিবার দুপুরের দিকে নিজ বাড়িতে সজিনা গাছ কাটতে গাছে উঠার সাথে সাথেই পাশে থাকা বিদ্যুতের সংযোগে গাছের ঢাল লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের ঢালে ঝুলে থাকে।পরে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।তার এই অকাল মৃত্যুতে পাড়াপ্রতিবেশি শোকে শোকাহত এছাড়াও পরিবারের লোকজনের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে উঠে এক হৃদয়বিদারক ঘটনার সম্মুখীন হয় এলাকাবাসী।
এম/এস