প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ১২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২২, ৩:৫৩ পি.এম
শুরু হলো মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব
খাগড়াছড়িতে পালন হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের শুভ প্রবারনা পূর্ণিমা। বৌদ্ধ ভিক্ষুদের আষাঢ়ী পূর্ণিমা প্রবারনা পর্যন্ত তিন মাস বর্ষাবাসের পর, এ প্রবারনা পূর্ণিমা পালন করা হয়। বৌদ্ধ ভিক্ষুরা সাধনা লাভের জন্য এই তিন মাস আত্মশুদ্ধি ও মনের পবিত্রতার জন্য ধ্যান, সাধনা, ভাবনা, নীতি অনুশীলন করেন। এই তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা নিজের বৌদ্ধ বিহারের বাইরে অন্যকোন বৌদ্ধ বিহারেও রাত্রী যাপন করেন না। দিনটি উপলক্ষে রোববার দিনব্যাপী রয়েছে নানা অনুষ্ঠান মালা। সকালে দেশে জাতি তথা সকল প্রাণীর হিত সুখ ও মঙ্গল কামনায় বৌদ্ধ নর-নারীরা পঞ্চশীল গ্রহনের পর বুদ্ধের উদ্দেশ্যে ফুল পুজা, বুদ্ধ পুজা, বুদ্ধমুর্তি দান, অষ্টপরিস্কার দান, সংঘ দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড (আহার) দানসহ নানাবিধদান করেন। এছাড়া বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে স্বধর্ম শ্রবণ করেন। এদিকে সন্ধ্যায় খাগড়াছড়ি ধর্মপুর আর্য বন বিহারে ৮৪ হাজার প্রদীপ প্রজ্জলন ও চুলামনি ধাতু জাদির উদ্দেশ্যে ফানুস উড়ানো হয়। আজ থেকে চলবে মাসব্যাপী দানোত্তম কঠিন চীবর দানোৎসব।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত