খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুর্গা পুজার মহা নবমীতে লংগদু উপজেলার শ্রীশ্রী জালিয়াপাড়া শিব মন্দির, মাইনীমুখ বাজার শ্রীশ্রী হরি মন্দির, তিনটিলা শ্রীশ্রী রাধা কৃষ্ণ সেবাশ্রম মন্দিরের পুজা মন্ডপ পরিদর্শন করেছেন।
এসময় তিনি মন্দিরে আগত ভক্তদের সাথে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
দীপংকর তালুকদার এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন এইদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সকলে যার যার ধর্ম নির্ভয়ে পালন করবেন। কোন দূস্কৃতিকারী যদি পুজা মন্ডপে বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে আমরা সকলে মিলে এই অসাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো।
এতে লংগদু উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, জেলা পরিষদ সদস্য আছমা আলম, লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আরিফুল আমিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম সরকার, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু সহ লংগদু উপজেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
এর আগে তিনি উপজেলাস্থ গুলশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মৃত মহিউদ্দিন এর কুলখানিতে অংশ গ্রহন করেন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত