নারী তুমি হয়েছ মহীয়সী
বানিয়েছ শিক্ষিত সমাজ।
পারিনি তোমায় রহিতে
তাই করেছি তোমার সর্বনাশ।
লুটেছি তোমার সব কিছু
জিতে নিয়েছ নর জাতি তুম।
এত টুকু বোধধয় হয়নি তোমার
করতি নিজের বিন্যাশ।
কলমে জ্ঞানে টকাতে না পেরে
নিয়েছ থামাতে হাতে লাঠি ।
নারী জাতিকে মানাতে না পেরে
নিয়েছ যুদ্ধ করে বীরত্ব জলরাশি।
ধীক্কার জানাই হটকারীদের
নিলজ্জ সব জাতি তুমি।
ঘৃনায় মন ভরেছে আমার
কেঁদেছি শুধু দিবারাত্রী।
আর কত কত চাই তোমার?
কত হলে হবে তুমি শান্ত?
নির্মমতা কতদূর হলে
জাতি হবে নির্লজ্জ।।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত