সাফ চ্যাম্পিয়নশীপে নেপালের কাঠমান্ডু জয় করে দেশে ফিরে আসা খাগড়াছড়ির কৃতি ফুটবলার ম্যাজিক্যাল ফুটবল কণ্যা মনিকা চাকমাকে সোনার চেইন দিয়ে বরণ করে নিয়েছে লক্ষীছড়ি উপজেলা প্রশাসন ও লক্ষীছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা।
সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের মধ্যমাঠের খেলোয়াড় ম্যাজিক্যাল মনিকা চাকমাকে 'ডটার অফ লক্ষীছড়ি' উপাধিতে ভুষিত করেন লক্ষীছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইশতিয়াক ইমন।
রোববার (২ অক্টোবর) বিকাল ৪টার দিকে মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে ফুলে ফুলে সজ্জ্বিত ছাদখোলা গাড়িতে করে কৃতি ফুটবলার মনিকা চাকমা ও তার মা-বাবাকে লক্ষীছড়ি সদরের অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হয়। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন লক্ষিছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী ও লক্ষীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন ছাড়াও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
পরে শতশত ক্রীড়ামোদিরা ফুল ছিটিয়ে মনিকা চাকমাকে অভিবাদন জানিয়ে অনুষ্ঠানস্থল মুক্তমঞ্চে নিয়ে যায়।
লক্ষীছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইশতিয়াক ইমন'র সভাপতিত্বে
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী।
অনুষ্ঠানে লক্ষীছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাজু চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুমনা চাকমা, লক্ষীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনহাজ মাহমুদ ভূইঁয়া, লক্ষীছড়ি উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারি, ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, ত্রিলন চাকমা ও সুইসালা মারমা প্রমূখ বক্তব্য রাখেন।
লক্ষীছড়ির জিরো পয়েন্টে মনিকা চত্বর করার ঘোষনা দিয়েছেন লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। এমন ঘোষনায় মনিকা চাকমার ফুটবলের কিক নেয়ার ছবি দিয়ে মনিকা চাকমার ম্যুরাল করা হবে বলেও ঘোষনা দেন ইউএনও মো. ইশতিয়াক ইমন।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত