সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন সমাজ কল্যাণ পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার পক্ষ থেকে গরিব, অসহায় ও দুঃস্থ ব্যাক্তিদের মাঝে বস্ত্র ( ধুতি, শাড়ি, লুঙ্গি) বিতরণ করা হয়েছে।
শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শ্রী শ্রী রাজশ্যামা কেন্দ্রীয় কালী মন্দিরে পূজা উদযাপন কমিটির সভাপতি সনাতন সমাজ কল্যাণ পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. অমর কান্তি দত্তের সঞ্চালনায় ও রুপেন পালের সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন। এর আগে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে পূজা পরিক্রমার উদ্বোধন করেন সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সজল বরণ সেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনূর আলম, মানিকছড়ি (সদর) ইউপি সদস্য মো. শফিকুর রহমান ফারুক, সনাতন সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা কেশব লাল দে, অজিত কুমার নাথ, সহ-সভাপতি রতন কুমার দে, মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাদল বরণ সেন, সনাতন সমাজ কল্যাণ পরিষদ, মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক তুষার পাল, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক নারায়ণ নাথ প্রমুখ।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত