খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নের সম্প্রীতি মৎস প্রকল্প-১ এ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে একটু জমিও যেন পতিত না থাকে প্রধানমন্ত্রীর এমন আহবানকে সফল করতে সেনাবাহিনী প্রধান এবং জিওসি ২৪ পদাতিক ডিভিশনের দিক নির্দেশনায় পতিত ডোবা এবং লেক সমূহে মৎস্য চাষের উদ্যোগ গ্রহণ করেছে গুইমারা রিজিয়ন। সকালে রিজিয়নের সম্প্রীতি মৎস প্রকল্প-১ এ মাছের পোনা অবমুক্ত করেন ২৪ আর্টিলারি ব্রিগেড এবং গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন। এবার কাতল, সিলভার কার্প, রুই, কালিবাউস, গ্রার্স কার্প এবং সরপুটি সহ অনন্ত ৪ হাজারটি মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে গুইমারা রিজিয়ন এর বিএম মেজর মোঃ আহসান উজ জামান সহ সামরিক পদস্থ কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত