প্রতি বছরের ন্যায় এবারও খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় সনাতনধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজার সর্বাত্নক প্রস্তুতি চলছে। উপজেলার ৯ টি মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। এরইমধ্যে উপজেলার কোনো কোনো মন্ডপে মৃৎশিল্পীদের নিপূণ ছোঁয়ায় অবয়ব ফুটে উঠেছে দেবী দুর্গা।
এদিকে প্রতিমা তৈরির কাজও প্রায় শেষের দিকে। শারদীয় দুর্গোৎসবের মূল আকর্ষণ আরতির জন্য সবাই সামর্থ্য অনুযায়ী কিনছেন নতুন সরঞ্জাম অথবা মেরামত করছেন পুরনো সরঞ্জামগুলি। আগামি ১ অক্টোবর থেকে একযোগে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। সনাতনধর্মালম্বীদের দুর্গোৎসবকে সামনে রেখে উৎসবের আমেজ ফুটে উঠেছে উপজেলার ছোট-বড় সবার মাঝে। সনাতনধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব হওয়ায় প্রতিবছরই উপজেলার দুর্গাপূজা মন্ডপগুলোতে ভিড় করেন অনান্য ধর্মের লোকেরাও।
এবারে উপজেলার বোয়ালখালী নারায়ণ মন্দির, মধ্য বোয়ালখালী রাধা মাধব সেবামন্দির, সুধীর মেম্বার পাড়া শ্রী শ্রী জগন্নাথ মন্দির, পোমাং পাড়া বিষ্ণু মন্দির, বাবুছড়া শ্রী শ্রী রাধা মাধব মন্দির, রশিক নগর শ্রী শ্রী হরি মন্দির, শ্রী শ্রী নয় মাইল দুর্গা মন্দির, ছোট মেরুং ভূতাসেন পাড়া মন্দিরসহ মোট ৯ টি পূর্জা মন্ডপে আয়োজন করা হয়েছে শারদীয় দুর্গোৎসবের।
উপজেলা দুর্গোৎসব পরিচালনা কমিটি কর্তৃক জানা যায়, প্রতিবছরের ন্যায় এবারও উপজেলায় ৯ টি মন্ডপে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি৷ পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও যোগাযোগ রাখছেন তাঁরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দুর্গোৎসব পরিচালনাকারী সহ সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ভাবে এবারের উৎসব পালন করতে সক্ষম হবে বলে জানান তাঁরা।
উপজেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, এবারে দীঘিনালার ৯ টি পুর্জা মন্ডপে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হবার জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে প্রস্তুত এবং অধিক ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন সূত্রটি।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত