জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষকলীগকে তৃণমূল পর্যায়ে সূসংগঠিত করার লক্ষে কেন্দ্রীয় নির্দেশনাক্রমে মাটিরাঙ্গা উপজেলা কৃষকলীগের কার্যনির্বাহী কমিটিকে কাউন্সিল করার জন্য একাধিকবার অনুরোধ করা সত্বেও উপজেলা নেতৃবৃন্দরা কাউন্সিল করতে ব্যর্থ হয়েছেন, বিধায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
এমতাবস্থায় গত ১১ সেপ্টেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ তারিখে খাগড়াছড়ি জেলা কৃষকলীগের সিদ্ধান্তক্রমে মাটিরাঙ্গা উপজেলা কৃষকলীগের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করা হয়। এ সংক্রান্তে খাগড়াছড়ি জেলা কৃষকলীগের আহবায়ক পিন্টু ভট্টাচার্য্য ও সদস্য সচিব খোকন চাকমা স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। পরে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুবাস চাকমা ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলা উদ্দিন লিটন এর নিকট প্রেস বিজ্ঞপ্তিটি হস্তান্তর করেন জেলা কৃষকলীগের আহবায়ক ও সদস্য সচিব। প্রেস বিজ্ঞপ্তি দেয়ার পর পর-ই সাবেক ছাত্রলীগ নেতা, জাতীয় শ্রমিকলীগ মাটিরাঙ্গা পৌর শাখার সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার সাবেক সাধারন সম্পাদক অলি উদ্দিন সিদ্দিকী ফুয়াদ এর নেতৃতে মাটিরাঙ্গা উপজেলা কৃষকলীগ এর কমিটি পূনঃ গঠনের কাজ চলছে। কমিটির পুণঃ গঠনের বিষয়ে অলি উদ্দিন সিদ্দিকী জানান, যারা উপজেলা কৃষকলীগের কমিটিতে যুক্ত ছিলেন এবং যারা নতুনভাবে যুক্ত হতে চান তাদেরকে ছবি, এনআইডি কার্ডের ছায়াকপি, মোবাইল ফোন নং সহ দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে। আমরা সকলের মতামতের ভিত্তিতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে মাটিরাঙ্গা উপজেলা কৃষকলীগে একটি গ্রহনযোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি । এ ছাড়াও সুবিধা বঞ্চিত কৃষক / কৃষকলীগ এর অধিকার ও সম্মান আদায় সহ ত্যাগী কর্মীদের সঠিক মূল্যায়নের আগামীতে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মসুচীতে অগ্রনী ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা বলেন, আমরা মাটিরাঙ্গা উপজেলা কৃষক লীগের চলমান কার্যক্রম পর্যবেক্ষন করছি। সহযোগী সংগঠনের কোন নেতা বা সাবেক কোন ছাত্রনেতা যদি যোগ্যতার ভিত্তিতে এগিয়ে এসে কৃষকলীগের নেতৃত্বকে হাতে তুলে নিয়ে আগ্রহ ভরে দলকে সুসংগঠিত করতে কাজ করে, সেক্ষেত্রে সকলের সহযোহিতা একান্ত । তবে যারা কৃষকলীগ পুনঃগঠনের কাজ করছে আমরা তাদেরকে পর্যবেক্ষন করছি । চুড়ান্ত সিদ্ধান্ত হবে সময় সাপেক্ষে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত