গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি
‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দিবসটি
উপলক্ষে বণার্ঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি উপজেলা কোর্ট চত্বর থেকে বের হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।
এসময় আরে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুর রহমান,
গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আমিরুল হক শামীম, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা,
গোয়ালন্দ প্রেস ক্বাবের সভাপতি রায়হান । সাধারন সম্পদক সফিক শামিম, গণেস পাল, রাজিব,আবুল মোল্লা, আক্তার মৃধা, কুদুস আলম কামাল হোসেন মোয়াযেন হোসেন লাল্টু, হালিম, সাইফুর রহমান পারভেজ মইনুল হক মৃধা
প্রমুখ।
এম/এস