পার্বত্য জেলা খাগড়াছড়ি র মাটিরাঙ্গা উপজেলায় কোভিড-১৯ প্রতিরোধ: ঝুঁকি নিরূপণ, স্থানীয় জনগণকে সম্পৃক্তকরণ ও টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের
আওতায় স্থানীয় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০ টায় অনুষ্ঠানে মানব কল্যাণ সংস্থা (এম.কে.এস.) এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রুপম চক্রবর্তী।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক এ.কে.এম হাসান মাহমুদুল কবীর, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ জুনায়েদ কবির পাটোয়ারী,, উপজেলার বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তা ও ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বলেন, করোনা ভ্যাকসিন গ্রহণে কেউ গুজবে কান না দিয়ে সবাই যেন করোনা ভ্যাকসিন গ্রহণ করার পাশাপাশি করোনা সংক্রমণ প্রতিরোধে এগিয়ে আসে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত