ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের থানা গেইট সংলগ্ন মা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে উপজেলার শ্রীরামপুর গ্রামের বশির মিয়ার স্ত্রী শিউলী বেগম সিজার অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের কয়েক ঘন্টা পর চিকিৎসকের অবহেলার কারনে নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠেছে।আজ বুধবার ঘটনাটি ঘটে।
শিউলী বেগমের ননদ জানান,শুধু ডাক্তার ও কর্তব্যরত নার্সের অবহেলার কারণে শিশুর মৃত্যু হয়েছে।আমরা কিছু বলতে গেলে উল্টো হুমকিও দিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ।
কান্নাজড়িত কন্ঠে শিউলী বেগম জানান,আমার বাচ্চাটিকে যখন সিটে রাখা হয়, তখন তাকে অসুস্থ অবস্থা দেখে নার্স কে বারবার বলি ডাক্তার কখন আসবে।তারা বলে সময় হলে আসবে।তাদের অবহেলার কারণে আমার বাচ্চা টি মারা গেছে।আমি এর সঠিক বিচার চাই।পরবর্তীতে আর কোন মায়ের সন্তান যেন এভাবে না মারা যায়।
সিজারআপরেশন করা দায়িত্বরত ডাক্তার জানান,নির্ধিষ্ট সময়ে ডাক্তার রাউন্ট দেয়,তখন বাচ্চা সুস্থ ছিল।কেউ কমপ্লেন করলে আমরা গিয়ে ম্যানেজ করি। তারা কেউ কমপ্লেন করেনি,যখন কমপ্লেন করেছিল তখন গিয়ে দেখি বাচ্চাটি নেই।
সকল অভিযোগের বিষয় মা হাসপাতালে কতৃপক্ষের মোঃ জাকির হোসেন জানান,ডাক্তার ও নার্সের অবহেলায় নবজাতক মারা গেল এটা সঠিক নয়।বাচ্চাটি সুস্থ ছিল যখন পরিবারের কাছে দিয়েছিল।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত