লামা উপজেলার দুর্গম পাহাড়ি রুপসীপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিবার কল্যাণ কেন্দ্রে ৩দিন ব্যাপী স্বল্প মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি: ইনজেকটেকাস, খাবার বড়ি ও কনডম এর বিশেষ ক্যাম্প শুরু হয়েছে।
বিশেষ সেবা ক্যাম্পের শুভ উদ্ভোধন এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের উদ্বোধন করেন নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার।
এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগমের সভাপতিত্বে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনায় বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রতিনিধি ধনরঞ্জন ত্রিপুরা, ইউনিয়ন পরিষদ সদস্য খালেদা বেগম ও উহ্লামং মার্মা বিশেষ অতিথি ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রিয়া দে, মিডওয়াইফ, এফপিআই, এফডব্লিউ এ, পিপিভি প্রমুখ। ফ্যামিলি প্লানিং-ফিল্ড সার্ভিসেস ডেলিভারি’র আয়োজনে সেবা ক্যাম্পের বাস্তবায়ন করে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর। উদ্বোধনী দিনে ৩৮জন সাধারণ রোগী, মা ও শিশু স্বাস্থ্য সেবা, কিশোর, কিশোরী এবং স্বল্প মেয়াদী পরিবার পরিকল্পনা গ্রহনকারী সেবা গ্রহণ করেছেন বলে জানান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রিয়া দে। তিনি বলেন, ২০ সেপ্টেম্বর থেকে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত এ বিশেষ সেবা কার্যক্রম চলবে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত