বান্দরবানের আলীকদমে চোরাই পথে পাচারের উদ্দেশ্যে নেয়ার সময় ১২২টি গবাদিপশু আটক করেছে বিজিবি ও উপজেলা প্রশাসন। সোমবার সন্ধ্যায় উপজেলার কানা মেম্বার ঘাট থেকে এসব গবাদি পশু আটক করা হয়।
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিয়ানমার থেকে আসা বিপুল পরিমাণ গরু, মহিষ পাচার হয়ে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে ৫৭ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল মো. শহিদুল ইসলাম এর সহযোগিতায় গবাদিপশুগুলো আটক করা হয়।
বর্তমানে গবাদিপশুগুলো ৫৭ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে। বিজিবি সূত্র জানায়, যাচাই বাছাই শেষে মঙ্গলবার এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত