খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা ইউনিয়নের সাপমারা এলাকায় মোটরসাইকেল ও জার্নিব্যাগসহ বাসদ নেতা জাহিদ হাসান টুটুল (৬৫) এর মরদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।
রবিবার ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটার দিকে স্থানীয় এলাকাবাসী সুত্রে মৃত ঐ লাশের খবর পেয়ে, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের সাপমারাস্থ একটি ব্রীজের নিকটে পড়ে থাকা অবস্থায় এই মরদেহটি উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।
স্বজনদের সুত্রে জানা গেছে, স্ত্রী সন্তানসহ মাটিরাঙ্গার বাবুপাড়ার বসতবাড়ি স্থানান্তরের পর থেকে দীর্ঘদিন যাবৎ মাটিরাঙ্গা সদর ইউনিয়নের অন্তর্গত ৬নং ওয়ার্ডের ১নং রাবার বাগান ওয়াছু এলাকায় বসবাস করে আসতেছিলেন মৃত কমরেড জাহিদ হসান টুটুল।
মৃত্যুর কারণ সম্পর্কে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী, সড়ক দুর্ঘটনায় প্রাথমিকভাবে মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে এমনটা মন্তব্য করলেও তিনি মরদেহটি ময়না তদন্ত না করা পর্যকন্ত পরিস্কার ভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না বলে জানান। তবে, সড়ক দুর্ঘটনার সময় কোন প্রত্যক্ষদর্শী না থাকায় মৃত কমরেড জাহিদ হাসান টুটুলের ময়না তদন্তের পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন সচেতন মহল।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত