খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানাধীন বড়নাল ইউনিয়নে অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মো: আনোয়ার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ।
রোববার (১৮সেপ্টেম্বর) রাত দুইটার দিকে মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক (এসআই) মো: সাদ্দাম হোসেন ও সহকারি উপ-পরির্দশক (এএসআই) মো. ইয়াকুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামী মো: আনোয়ার হোসেন মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইদ্রিস মিয়া পাড়ার মো: এনামুল হকের ছেলে।
জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামী আনোয়ার হোসেন এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় দোষী সাব্যস্ত করিয়া ০৩ (তিন) বছরের সশ্রম কারাদণ্ড এবং ২,০০০/-(দুই হাজার) টাকা অর্থদন্ড ও অনাদায়ে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন। গ্রেফতার এড়াতে আসামী দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল।
মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী জানান, গ্রেপ্তারকৃত আসামীকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মাটিরাঙা থানা এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত