টানা চার দিনের অর্ধদিবস কর্মবিরতি শেষে খাগড়াছড়ির জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে খাগড়াছড়ির নয় উপজেলা পিআইওসহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশাসের হাতে
জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবী সম্বলিত স্মারকলিপি তুলে দেন তারা।
এর আগে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে যান তারা।
এসময় খাগড়াছড়ি সদরের পিআইও নিমাই চন্দ্র রায়, মাটিরাঙ্গার পিআইও ইশতিয়াক আহম্মেদ, পানছড়ির পিআইও মো. রকিবুল ইসলাম, দিঘীনালার পিআইও মো. আব্দুস সালাম, মানিকছড়ির পিআইও তহিদ-উজ-জামান ও রামগড়ের পিআইও মো. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যান পরিষদের ডাকে 'বিভিন্ন ধরনের দুর্যোগ দক্ষতার সাথে ব্যবস্থাপনার কারিগরগণ নিজেরই দুর্যোগ কবলিত: উত্তোরনে দাবীতে সুশৃঙ্খল আন্দোলন' এ স্লোগানে পাঁচ দফা দাবীতে সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করে কর্মকর্তা-কর্মচারীরা।
স্মারকলিপি প্রদান শেষে খাগড়াছড়ি সদরের পিআইও নিমাই চন্দ্র রায় ও মাটিরাঙ্গার পিআইও মো. ইশতিয়াক আহম্মেদ বলেন, জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা আমাদের প্রাণের দাবী। জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন করা হলে এ ক্ষেত্রে বিদ্যমান বৈষম্যের অবসান হবে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত