• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
আলীকদমে চেয়ারম্যান প্রার্থীর অশালীন বক্তব্যর প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন রাত পোহালেই ভোট চেয়ারম্যান পদ নির্ভার হলেও ভাইস চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস নির্বাচনে প্রভাব বিস্তারে রাঙামাটিতে ইউপিডিএফ (প্রসিতের) সশস্ত্র গ্রুপের আগমন প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রেস বিবৃতি দিলো বরকলের সন্তোষ চাকমা ফরিদপুর রেলস্টেশনে ঢাকামুখী কমিউটার ট্রেনের গতিরোধ পাহাড়খেকো আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ’কে ঠেকাবে কে ? কাপ্তাই সেনা জোনের উদ্যোগে চালু হল ”মানবতার দেওয়াল” কালবৈশাখীর ছোবলে মানিকছড়িতে ঘর-বাড়ি ভেঙে চুরমার বিদ্যুৎ লাইন বির্পযয় রামগড়ে বজ্রপাতে গংজ মার্মার মৃত্যু কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনের সুইচ ইয়ার্ডে অগ্নিকান্ড উপজেলা নির্বাচনে নিজেদের প্রার্থীদের জেতাতে মরিয়া জেএসএস (সন্তু) খাগড়াছড়িতে নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়

খাগড়াছড়িতে পাঁচ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে পিআইওদের স্মারকলিপি প্রদান

স্টাফ রির্পোটারঃ / ২১২ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

টানা চার দিনের অর্ধদিবস কর্মবিরতি শেষে খাগড়াছড়ির জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে খাগড়াছড়ির নয় উপজেলা পিআইওসহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশাসের হাতে
জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবী সম্বলিত স্মারকলিপি তুলে দেন তারা।

এর আগে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে যান তারা।

এসময় খাগড়াছড়ি সদরের পিআইও নিমাই চন্দ্র রায়, মাটিরাঙ্গার পিআইও ইশতিয়াক আহম্মেদ, পানছড়ির পিআইও মো. রকিবুল ইসলাম, দিঘীনালার পিআইও মো. আব্দুস সালাম, মানিকছড়ির পিআইও তহিদ-উজ-জামান ও রামগড়ের পিআইও মো. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যান পরিষদের ডাকে ‘বিভিন্ন ধরনের দুর্যোগ দক্ষতার সাথে ব্যবস্থাপনার কারিগরগণ নিজেরই দুর্যোগ কবলিত: উত্তোরনে দাবীতে সুশৃঙ্খল আন্দোলন’ এ স্লোগানে পাঁচ দফা দাবীতে সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করে কর্মকর্তা-কর্মচারীরা।

স্মারকলিপি প্রদান শেষে খাগড়াছড়ি সদরের পিআইও নিমাই চন্দ্র রায় ও মাটিরাঙ্গার পিআইও মো. ইশতিয়াক আহম্মেদ বলেন, জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা আমাদের প্রাণের দাবী। জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন করা হলে এ ক্ষেত্রে বিদ্যমান বৈষম্যের অবসান হবে।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ