রাজবাড়ীর অনলাইন ভিত্তিক সংগঠন বরাটের পেইজ এর পক্ষ হতে বৃক্ষরোপণ কর্মসূচী ও বৃক্ষ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০ টায় বরাট চৌধুরী আব্দুল হামিদ একাডেমীতে এ বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ কার্যক্রমে সভাপতিত্ব করেন বরাটের পেইজ সংগঠনের প্রতিষ্ঠাতা ও এডমিন মো. শামীম বিশ্বাস । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরাটের পেইজ এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ রাজ্জাক বিশ্বাস, মো. সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া হিটলু, সহ-সাধারণ সম্পাদক মোঃ সজল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ যোবায়েত হোসেন, এফ এস এল সংস্থার ম্যানেজার জাকির আহম্মেদ বিটু প্রমূখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও এডমিন শামীম বিশ্বাস বলেন, সংগঠন হতে এর আগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, করোনাকালীন সময়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি তারই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ করতে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন প্রজাতির ১০ টি করে মোট ১০০ টি চারাগাছ বিতরণ করেছি। আমাদের এধরণের কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে
এম/এস