রামগড় প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার রামগড়ে আজ ৭ সেপ্টেম্ভর বিকাল ৫ টায় রামগড় কৃষি অফিস অডিটোরিয়ামে পাহাড়িয়া সোসাইটির আয়োজনে রামগড় উপজেলায় নিরাপদ ফসল ও ভার্মি কম্পোষ্ট উৎপাদন একং সম্প্রসারণে ব্যাপক ভূমিকা রাখায় উপজেলা কৃষি অফিসার মো: নাসির উদ্দিন কে স্বেচ্ছাসেবী সংস্থা "পাহাড়িয়া সোসাইটি" কতৃক সম্মাননা স্মারক প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয। রামগড় শহর সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাসির উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আলী আহমেদ, সদ্য অবসরপ্রাপ্ত সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়েজ আহাম্মেদ, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সানাউল হক, পাহাড়িয়া সোসাইটির ভাইস চেয়ারম্যান সালমা আনোয়ার প্রমূখ, অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখে পাহাড়িয়া সোসাইটির চেযারম্যান মোশারফ হোসেন। আরও উপস্থিত ছিলো উপসহকারী কৃষি কর্মকর্তা মো:শরিফ, এমদাত মিঠু, মাঈন উদ্দিন, সদ্য অবসরপ্রাপ্ত ওলিউল্যা, সাংবাদিক বৃন্দ ও পাহাড়ি সোসাইটির নির্বাহী ও সাধারন পরিষদের সদস্যরা।
সর্বশেষে কৃষিবিদ নাছির উদ্দিন চৌধুরীর হাতে নিরাপদ ফসল ও ভার্মিকম্পোষ্ট উৎপাদ বৃদ্ধি এবং সম্প্রারন এ ব্যপক ভূমিকা রাখায় সন্মাননা স্বারক তুলেদে পাহাড়িয়া সোসাইটির ভাইস চেয়ারম্যান সালমা আনোয়ার, নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দিন ও পরিচালক প্রশিক্ষণ ও কর্মসংস্থান হ্যপি রানী ত্রিপুরা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত