পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মুন্নি আক্তার (১৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (৭সেপ্টেম্বর) বিকালের দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী তবলছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুন্নি আক্তার সীমান্তবর্তী তবলছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আদর্শ গ্রামের বাসিন্দা মো. মনির হোসেনের মেয়ে এবং একই এলাকার বাসিন্দা মমো. জামাল উদ্দিন'র স্ত্রী। নিহতের দেড় বছরে একটি সন্তান রয়েছে।
খবর পেয়ে মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক (এসআই) মো. মুজিবুর রহমান'র নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের অজান্তে মুন্নি আক্তার তার পিতার বসত ঘরের আঁড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত