নিজস্ব প্রতিবেদক
করোনা পরিস্থিতিতে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের উদ্যোগে হত-দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা অব্যহত রেখেছে সেনা সদস্যরা। ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় সকালে মাটিরাঙ্গা জোনের আওতাধীন প্রত্যন্ত আদর্শগ্রাম, দলিয়াপাড়া, লাতু লিডারপাড়া, ইসলাম নগর'সহ বিভিন্ন এলাকার জনসাধারণের মাঝে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করেন জোন অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার। এসময় করোনা মহামারিতে পাহাড়ের হত-দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সেনাবাহিনীর এ খাদ্য সহায়তা অব্যহত থাকবে জানিয়ে তিনি বলেন, পাহাড়ের কোন মানুষ খাদ্য কষ্টে থাকবেনা। যতদিন করোনা পরিস্থিতির উন্নতি না হবে ততদিন সেনাবাহিনীর খাদ্য সহায়তা অব্যহত থাকবে।
এসময় অন্যান্যের মধ্যে মেজর মোঃ আরিফুর দৌলা, ক্যাপ্টেন নাসিফ হোসাইন উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত