ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইংলিশ বিতর্ক প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ‘দি গ্লোবাল নেট’ -এর আয়োজনে আজ সকালে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নবীনগর সরকারি কলেজকে হারিয়ে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ বিজয় লাভ করে। প্রতিযোগীতায় সেরা বক্তা হিসেবে নবীনগর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী শেখ সেহনিয়া তাসনিম নির্বাচিত হন।
প্রতিযোগিতায় অংশ নেয়া অন্যান্য শিক্ষার্থীরা হলেন, নবীনগর সরকারি কলেজের সায়মা আলম, জেকলিন আক্তার ও জাহিদ আহসান উল্লাহ এবং নবীনগর মহিলা ডিগ্রি কলেজের ইসরাত জাহান কান্তা ও আল তোরাব।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আরশাদ হোসেন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম, আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি রেজিষ্টার ডাক্তার তৌফিকা তামান্না, নবীনগর সরকারি কলেজের প্রভাষক আরিফুল ইসলাম।
ইন্টারনেটের সুবিধা ও অসুবিধার বিষয়ের আলোকে পক্ষে বিপক্ষে দুই কলেজের প্রতিযোগিরা ৩০ মিনিটের বাক যুদ্ধে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ জয় লাভ করে।
পরে নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে বিজয়ী এবং বিজেতা দলের মাঝে পুরস্কার বিতরণ করেন, পৌর মেয়র এড. শিব শংকর দাস, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম, আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান, সহকারি কমিশনার ভ‚মি মো. মোশারফ হোসাইন।
এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, সহকারি অধ্যাপক শুক্লা রাণী ভট্টাচার্য, সিনিয়র প্রভাষক, ফরিদা ইয়াসমিন, প্রভাষক শিউলী পারভীন, প্রভাষক মাহবুব হোসেন, প্রভাষক জাকির হোসেন, প্রভাষক খোরশেদা বেগম, সাবেক প্রভাষক মো. মজিবুর রহমান, সাপ্তাহিক নবীনগর -এর প্রকাশক ও সম্পাদক মো. আব্বাস উদ্দিন হেলাল, মাইটিভি’র উপজেলা প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল, তিতাস টিভি’র সত্ত¡াধিকারী মো. দেলোয়ার হোসেন,
অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন, ‘দি গ্লোবাল নেট’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক লায়ন মিঠু ধর চৌধুরী।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত