খাগড়াছড়ির পাঁচ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। সংগঠক অংথোয়াই মারমা ওরফে আগুন হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল রোববার এ কর্মসূচি দেয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা অবরোধের ঘোষণা দেন। এতে গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ পারিত হবে বলে এক বিবৃতিতে জানান তিনি।
অবরোধ সফল করতে যানবাহন মালিক-চালক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে বিবৃতিতে। তবে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি, জরুরি ওষুধ, সংবাদপত্র বহনকারী যান এবং সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার সকাল পৌনে ১০টার সময় গুইমারার দেওয়ান পাড়া এলাকার মিশন টিলা থেকে আগুনের মরদেহ উদ্ধার করেছে গুইমারা থানা পুলিশ। এসময় ঘটনাস্থলে একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি পাওয়া যায়।
এ ঘটনার জের ধরে গতকাল শুক্রবার দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বাইল্যাছড়ি ও খাগড়াছড়ি-ফেনী সড়কের রামগড় উপজেলার দাতারাম এলাকায় দুটি মালবাহী ট্রাককে গতিরোধ করে আগুন ধরিয়ে দেয়া ইউপিডিএফ সমর্থকরা। মারধর করা হয় চালকদের। পরে ফায়ার সার্ভিস কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত