খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলনকৃত বালু ও উত্তোলনের পাম্প মেশিনসহ অন্যান্য সামগ্রী জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। ইউপি সদস্য আব্দুল লতিফের ছত্রছায়ায় বন ঘেরা পিলাক খাল থেকে অবৈধভাবে উত্তোলন করা হয় বিপুল পরিমানে বালু।
বুধবার(৩১ আগষ্ট) রামগড় উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট খন্দোকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত’র নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। তবে এ সময় সকলে পালিয়ে যায়। জব্দকৃত বালু ও মালামাল নিলাম দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তারা।
জানা গেছে, রামগড় উপজেলা সদর হতে প্রায় ১৮ কিলোমিটার দুরে পাতাছড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে গভীর বন জঙ্গল ঘেরা পিলাক খালের হাছানরাজা ঘাট এলাকায় শক্তিশালী পাম্প মেশিনের মাধ্যমে খাল থেকে বালু উত্তোলন করা হচ্ছে গত কয়েক বছর ধরে। উত্তোলিত বালু পরিবহণের জন্য উঁচু পাহাড় কেটে মহাল পর্যন্ত দীর্ঘ কাচা রাস্তাও তৈরি করা হয়েছে। এখান থেকে ড্রামট্রাকের মাধ্যমে লক্ষ লক্ষ ঘনফুট বালু পাচার করা হত দীর্ঘদিন ধরে।
নির্বাহি ম্যাজিস্ট্রেট খন্দোকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, অভিযানের খবর পেয়ে অবৈধ বালু মহালে নিয়োজিত সকল লোকজন পালিয়ে যায়। বালু মহালটির মালিক ইউপি সদস্য আব্দুল লতিফকে খবর দেয়া হলেও তিনি হাজির হননি। মোবাইল ফোনও নস্বর বন্ধ করে রাখেন।
তিনি আরও জানান, জব্দকৃত বালু ও অন্যান্য সামগ্রী নিলামে বিক্রি করে সরকারি রাজস্ব তহবিলে জমা করা হবে। নিলাম দেয়ার প্রক্রিয়া নেয়া হচ্ছে।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত