বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশাল বিক্ষোভ মিছিল করেছে মহেশখালী উপজেলা বিএনপি। দীর্ঘদিন পর বিএনপি নেতাকর্মীরা এমন শোডাউন তাক লাগিয়ে দিয়েছে সাধারণ মানুষকে।
সোমবার ২৯ শে আগষ্ট বিকাল সাড়ে ৩টার দিকে বড় মহেশখালীর নতুন বিএনপি'র কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহেশখালী কুতুবদিয়া আসনের সাবেক দুই-দুই বারের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ এর নেতৃত্বে শুরু হয়ে মহেশখালী পৌরসভা পুরাতন আদালত চত্বরে সড়কের গিয়ে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ মিলিত হয় নেতাকর্মীরা।
এর আগে মহেশখালী উপজেলার বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে মহেশখালী উপজেলা বিএনপির প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলে ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে খালেদা জিয়ার মুক্তি চাই স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসে জড়ো হয়। পরে সেখান থেকে মিছিল বের হয়ে গোরকঘাটা পুরাতন আদালত চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় রাস্তার দু’পাশ থেকে পথচারীরা বিভিন্ন পরিবহনের যাত্রীরা করতালি দিয়ে তাদেরকে সমর্থন যোগায়।
বিক্ষোভ সমাবেশে কক্সবাজার জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ও কালামারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল কাদের বাবুল সভাপতিত্বে ও যুবদল নেতা আসাদ উল্লাহ হেলালীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মাষ্টার আব্দুল মান্নান, কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহেশখালী কুতুবদিয়া আসনের সাবেক দুই-দুই বারের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, জেলা যুবদল নেতা জয়নাল আবেদীন, মহেশখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল হক রানা, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম এম,কম। মহেশখালী পৌর বিএনপির সভাপতি এডভোকেট হামিদুল হক, সাধারন সম্পাদক সালা উদ্দিন রতন, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেযারম্যান সিরাজুল মোস্তফা, কুতুবজোম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা শফিউল আলম, মাতারবাড়ী বিএনপির নেতা মিরাজুল ইসলাম মিরাজ, সাবেক পৌর কমিশনার নুরুল ইসলাম, বড় মহেশখালীর দলিলুর রহমান মেম্বার, কালারমারছড়া বিএনপি'র নেতা ইকবাল বাহার চৌধুরী,গোলাম মোস্তফা, ছৈয়দ মিছবাহ উদ্দিন, কাছিম মেম্বার, গোলাম কাদের মেম্বার, রেজাউল করিম মেম্বার, আব্দর রহিম বি কম, রমিজ আহাম্মদ, বাবর চৌধুরী, জসিম উদ্দিন, মিরাজুদৌল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আনচার উল্লাহ, জাহেদুল হক নাহিদ, আব্দুল মতিন, মোক্তার আহাম্মদ, আবুল কাসেম, মোঃ নুরুন্নবী, মোঃ মাহাফুজ, মাহামুদুল ইসলাম, জিয়াউর রহমান ডালিম, ইমতিয়াজ হাসান, জহিরুল ইসলাম, তাহের ইলাহী, আব্দুল আজিজ নয়ন, আসমাউল হাসান, সায়েম সিকদার, মোরশেদ খান আযাদ, তারেক রহমান, হারুন উদ্দিন রুবেল, মোঃ জয়নাল আবেদীন, রুবেল উদ্দিন, কামাল হোসেন জিকু, আব্দুল হাকিম, সাইফুল ইসলাম, মনির উদ্দিন''সহ প্রমুখ।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত