খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলায় নবাগত পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) দুপুরের দিকে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পাহাড়ে অপরাধ, সন্ত্রাস দমনে আগেও পুলিশের অভিযান হয়েছে। এখনও হবে উল্লেখ করে নবাগত পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম বলেন
অভিযানকে বেগবান করতে প্রযুক্তি ও কৌশল ব্যবহার করা হবে। এছাড়াও, চাঁদাবাজি বন্ধসহ জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নানা কৌশল নিয়ে কাজ করবেন বলে জানান খাগড়াছড়ির এ পুলিশ সুপার।
যে কোন পরিস্থিতি মোকাবেলায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন খাগড়াছড়ির নবাগত পুলিশ সুপার মো. নাইমুল হক।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কেএইচএম এরশাদ, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সহ-সভাপতি মো: জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমান, ট্রাফিক পুলিশের ইনস্পেক্টর সুপ্রিয় দেব, ডিবি’র ওসি মোহাম্মদ শামসুজ্জামান, ডিআইআইও (ওয়ান) মো: আনোরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসময় তথ্য প্রাপ্তি ও প্রচারের কাজে পুলিশকে আরোও বেশি সহায়ক ভূমিকা রাখার আহবান জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে যোগদানের পুর্বে তিনি কক্সবাজারের ১৪, আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত