পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামসুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা ও মাটিরাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মঞ্জুর মোর্শেদ এর সাথে পৃথক পৃথকভাবে সৌজন্য সাক্ষাত করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মাটিরাঙ্গা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার (২৪ আগষ্ট) বিকালের দিকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি ও ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক ও বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হোসাইন মোহাম্মদ এরশাদ এবং সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রূপক ঘর্জার নেতৃত্বে শিক্ষক নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতকালে শিক্ষক নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান-মেয়রসহ নেতৃবৃন্দকে
ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য শশাংকর ত্রিপুরা লিটন, খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য মাসুদ পারভেজ, খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য দিলোয়ারা বেগম, মাটিরাঙ্গা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. আক্তার হোসেন, নির্বাহী সভাপতি মো. আব্দুল করিম, নির্বাহী সাধারন সম্পাদক বরন বিকাশ ত্রিপুরা, সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার ও মিডিয়া সম্পাদক নিপুল কান্তি ত্রিপুরা ছাড়াও মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষক নেতৃবৃন্দকে মাটিরাঙ্গার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে ভুমিকা রাখার আহবান জানিয়ে
সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে নেতৃবৃন্দ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর বর্তমান প্রধানমন্ত্রী সারাদেশের বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করণের যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যা পূর্বের কোন সরকারই করতে পারেন নি। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন বর্ধিত করেছে। যা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সরকারের ইতিবাচক পদক্ষেপ। তারা বর্তমানে সরকারের গনমুখী কর্মকান্ড সাধারন মানুষের কাছে পৌছে দেয়ারও আহবান জানান।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত